মারাত্মক অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তীব্র হয়েছে শ্বাসকষ্টের সমস্যা। আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।
দীর্ঘদিন ধরেই অসুস্থ বুদ্ধবাবু। শনিবার অবস্থার ভয়ংকর অবনতি হয়। বেলার দিকে বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন সিপিএমের বর্ষীয়ান এই নেতা। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা ৭০ এর নিচে নেমে গিয়েছে।