এখনও সংকটজনক বুদ্ধদেব ভট্টাচার্য। সন্ধ্যায় চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ডাকলে সাড়া দিচ্ছেন তিনি। মাঝে মাঝে চোখও মেলছেন। তবে কেমন যেন একটা ঘোরের মধ্যে রয়েছেন। কিন্তু রাত বাড়তেই ফের সংকট বাড়ে। উডল্যান্ড হাসপাতাল সূত্রে খবর, ট্র্যাকিওস্ট্রোমি করা হল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। নন ইনভেসিভ ভেন্টিলেশন দিয়ে শ্বাস নিতে পারছেন না তিনি। তাই তাঁকে পাঠানো হয়েছে ইনভেসিভ ভেন্টিলেশনে।
বুদ্ধবাবুর জন্য তৈরি হওয়া মেডিক্যাল বোর্ডে ডা. সরোজ মণ্ডল তো ছিলেনই, হাসপাতালের তরফে কল করা হয়েছে বুদ্ধবাবুর ব্যাক্তিগত চিকিৎসক ডা. উৎপল বন্দ্যোপাধ্যায়কেও।