Sambad Samakal

Dengue: ডেঙ্গি মোকাবিলায় কড়া কলকাতা পুরসভা! নোটিশ একাধিক রাজ্য-কেন্দ্রীয় সরকারি সংস্থাকে

Jul 29, 2023 @ 12:58 pm
Dengue: ডেঙ্গি মোকাবিলায় কড়া কলকাতা পুরসভা! নোটিশ একাধিক রাজ্য-কেন্দ্রীয় সরকারি সংস্থাকে

কলকাতা সহ গোটা রাজ্যেই ক্রমাগত বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ডেঙ্গি মোকাবিলায় কড়া অবস্থান নিল কলকাতা পুরসভা। জমা জলে ডেঙ্গি মশার লার্ভা মেলায় পুরসভার তরফে নোটিশ পাঠানো হল কলকাতার এসএসকেএম হাসপাতাল, ন্যাশানাল লাইব্রেরি ও পোর্ট ট্রাস্টকে! এমনটাই জানালেন কলকাতার পুরসভায় স্বাস্থ্য বিষয়ক মেয়র পারিষদ ও ডেপুটি মেয়র অতীন ঘোষ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ডেঙ্গি মোকাবিলায় আমরা সবরকমের ব্যবস্থা নিচ্ছি। পুরসভার নির্দেশ ও গাইডলাইন না মানলে রাজ্য হোক বা কেন্দ্রীয় সরকারি হোক, সমস্ত সংস্থার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষের জীবনের থেকে কোনও কিছুর দাম বেশি হতে পারেনা।”

Related Articles