Sambad Samakal

Buddhadeb Bhattacharya: বুদ্ধবাবুর ফুসফুসে মারাত্মক সংক্রমণ, রাইলস টিউবে খাওয়ানোর চেষ্টা, সিটি স্ক্যান নিয়ে দ্বিমত চিকিৎসকরা!

Jul 30, 2023 @ 1:04 pm
Buddhadeb Bhattacharya: বুদ্ধবাবুর ফুসফুসে মারাত্মক সংক্রমণ, রাইলস টিউবে খাওয়ানোর চেষ্টা, সিটি স্ক্যান নিয়ে দ্বিমত চিকিৎসকরা!

ফুসফুসে মারাত্মক সংক্রমণ নিয়ে উডল্যান্ডস হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, রবিবার সকালে রাইসটিউবে করে তাঁকে কিছুটা খাওয়ানোর চেষ্টা করা হয়। সেই সময়েই কিছুক্ষণের জন্য চোখ মেলে তাকান বুদ্ধবাবু।

এদিন সকালে মেডিক্যাল বোর্ডের বৈঠকে ফুসফুসের সংক্রমণের পরিস্থিতি বোঝার জন্য সিটি স্ক্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এই বিষয়ে চিকিৎসকদের মধ্যেই কিছুটা দ্বিমত রয়েছে বলে খবর। কারণ ভেন্টিলেটরে থাকা এক জন রোগীর সিটি স্ক্যানের সময়ে নড়াচড়া করা আদৌ নিরাপদ নয় বলে মত অনেকের।

হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধবাবুর ফুসফুসের সংক্রমণ কমাতে লাগাতার বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হচ্ছে। যদিও অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের কারণে সব ওষুধ যথাযথভাবে কাজ করছেনা বলেই খবর। ফলে আপাতত ভেন্টিলেশনেই রাখা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে।

Related Articles