গুরুতর অসুস্থ অবস্থায় শনিবারই কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাতেই তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়া হয়। রবিবার সকালে হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। তবে ভেন্টিলেশনের সাহায্যে আপাতত স্থিতিশীল রয়েছেন বুদ্ধবাবু।
চিকিৎসকরা জানাচ্ছেন, বাইল্যাটারাল নিউমোনিয়া ও মিক্সড রেসপিরেটরি ফেলিওরে আক্রান্ত তিনি। শনিবার রাত থেকেই একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে বুদ্ধবাবুর। রবিবার সকালে সেই সমস্ত রিপোর্ট হাতে পেলে বৈঠকে বসে আগামী চিকিৎসা পদ্ধতি নির্ধারন করবেন চিকিৎসকরা। আরও অন্তত ২ দিন চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে।