Sambad Samakal

Buddhadeb Bhattacharjee: কেমন আছেন বুদ্ধবাবু? ধীরে ধীরে খোলা হবে বাইপ্যাপ সাপোর্ট?

Aug 1, 2023 @ 10:18 am
Buddhadeb Bhattacharjee: কেমন আছেন বুদ্ধবাবু? ধীরে ধীরে খোলা হবে বাইপ্যাপ সাপোর্ট?

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সোমবারই ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বাইপ্যাপ সাপোর্টে দেওয়া হয়েছিল তাঁকে। মঙ্গলবার সকালে হাসপাতাল সূত্রে খবর, ফুসফুসে সংক্রমণের মাত্রা খতিয়ে দেখে ধীরে ধীরে বাইপ্যাপ সাপোর্ট কমানোর প্রক্রিয়া শুরু করবেন চিকিৎসকরা।

জানা যাচ্ছে, এদিন বুদ্ধবাবুর শরীরে অক্সিজেনের মাত্রা রয়েছে ৯২/৯৩ শতাংশ। চিকিৎসকদের মতে তা যথেষ্ট সন্তোষজনক। যদিও কিছুটা জ্ঞান ফেরার পরেই হাসপাতালের বাইপ্যাপ সাপোর্টে আর থাকতে চাইছেন না বুদ্ধবাবু। যদিও চিকিৎসকরা জানাচ্ছেন, ফুসফুসে সংক্রমণের মাত্রা খতিয়ে দেখতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তারপরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Related Articles