কোঅপারেটিভের মাধ্যমে ফ্ল্যাট দেওয়ার নাম করে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ! নিশানায় বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। অভিযোগ, মেসার্স সেভেন সেন্স ইনফ্রান্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানির পক্ষ থেকে ৪২৯ জনের কাছ থেকে ২০১৩ সালে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেওয়া হয় নিউটাউনে ফ্ল্যাট দেওয়ার নাম করে। পরে ফ্ল্যাট না দিয়ে ওই কোম্পানির ডিরেক্টররা নিজেদের নামে ফ্ল্যাট কিনে নেন।
প্রতারিতদের অভিযোগ, ওই কোম্পানিটির একজন অন্যতম ডিরেক্টর ছিলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। গড়িয়াহাটের পাম অ্যাভিনিউতে তিনি ১ কোটিরও বেশি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন। রাকেশ সিং সহ অন্যান্য ডিরেক্টররাও একই কাণ্ড করেছেন। প্রায় ২২ কোটি টাকা প্রতারণার অভিযোগে গড়িয়াহাট থানা সহ বিভিন্ন যায়গায় বারবার দরবার করলেও কোনও নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ প্রতারিত ব্যক্তিদের।
বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা ওই প্রতারিতদের সঙ্গে নিয়ে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে তৃণমূল সাংসদ নুসরত জাহান জানিয়েছেন, যেহেতু এটি বিচারাধীন তাই আইনজীবীদের পরামর্শ নেওয়ার পরে তিনি প্রতিক্রিয়া দেবেন।