Sambad Samakal

Scotch Award: ফের জোড়া স্কচ অ্যাওয়ার্ড বাংলার ঝুলিতে! কোন কোন প্রকল্পে সাফল্য?

Aug 1, 2023 @ 8:53 pm
Scotch Award: ফের জোড়া স্কচ অ্যাওয়ার্ড বাংলার ঝুলিতে! কোন কোন প্রকল্পে সাফল্য?

ফের জোড়া স্কচ অ্যাওয়ার্ড রাজ্যের ঝুলিতে! বস্ত্র শিল্পের উন্নতি ও ডিজিটাল প্রযুক্তির অনবদ্য বিকাশের জন্যই এই বিশেষ জোড়া সম্মান পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

মঙ্গলবার নবান্নর তরফে জানানো হয়েছে, হ্যান্ডলুম ও টেক্সটাইল শিল্পে উল্লেখযোগ্য কাজ করেছে বাংলা। বিশ্বের দরবারে বাংলার ঐতিহ্যকে পৌঁছে দেওয়ার সঙ্গেই বেড়েছে কর্মসংস্থানও। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ব্র্যান্ড ‘তন্তুজ’ জিতে নিয়েছে স্টার অফ গভর্ন্যান্স-স্কচ অ্যাওয়ার্ড ইন হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল।

Related Articles