মণিপুর কাণ্ডে কড়া অবস্থান নিল দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি নিজের পর্যবেক্ষণে জানান, গোটা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে। আইনের শাসন বলে কিছু নেই। রাজ্য পুলিশ ও প্রশাসন আদৌ কি রয়েছে!
এরপরেই মণিপুর পুলিশের ডিজিপিকে আগামী ৭ অগাস্ট সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি। এদিন শুনানিতে কেন্দ্রের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ, রাজস্থানে হওয়া নারী নির্যাতনের ঘটনার কথাও তুলে ধরা হয়। যদিও স্পষ্ট ভাষায় সুপ্রিমকোর্ট জানিয়ে দেয়, মণিপুরের ঘটনার সঙ্গে আর কোনও ঘটনার তুলনা চলেনা।