গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুধবার সকালে খবর, আগের থেকে অনেকটাই ভালো রয়েছেন তিনি। নন-ইনভেসিভ বাইপ্যাপ সাপোর্টে থাকলেও বুদ্ধবাবু বারবার তা খুলে ফেলতে চাইছেন।
হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধবাবুর রক্তে অক্সিজেন ও কার্বনডাই-অক্সাইডের মাত্রা স্বাভাবিক রয়েছে। ফুসফুসে সংক্রমণের মাত্রাও অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকায়, রক্ত তড়িঘড়ি রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বুধবার সকালে সেই সিদ্ধান্ত বদল করা হয়। জানা যাচ্ছে, একটু সুস্থ হওয়ার পরেই আর হাসপাতালে থাকতে চাইছেননা বুদ্ধবাবু। চিকিৎসকদের কাছে বারবার তাঁকে ছেড়ে দেওয়ার আবেদন করছেন।