Sambad Samakal

Governor: রাজভবনে ‘অ্যান্টি কোরাপশান সেল’, কীভাবে কাজ? মুখ খুললেন রাজ্যপাল

Aug 2, 2023 @ 1:07 pm
Governor: রাজভবনে ‘অ্যান্টি কোরাপশান সেল’, কীভাবে কাজ? মুখ খুললেন রাজ্যপাল

দুর্নীতি সংক্রান্ত যে কোনও অভিযোগ সমাধানে কলকাতার রাজভবনে ‘অ্যান্টি কোরাপশান সেল’ খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের আবহে রাজভবনের এই পদক্ষেপ ফের নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এই পরিস্থিতিতে ‘অ্যান্টি কোরাপশান সেলে’র কাজ নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই কোচবিহারের এক সভা থেকে বলেছিলেন, দুর্নীতি সংক্রান্ত যে কোনও ঘটনার অভিযোগ সরাসরি জানাতে। রাজভবনের অ্যান্টি কোরাপশান সেল সেই কাজই করবে। দুর্নীতি সংক্রান্ত যে কোনও অভিযোগ এখানে সাধারণ মানুষ সরাসরি জানাতে পারবেন। সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের কাছে সেই অভিযোগ সমাধানের জন্য পৌঁছে দেওয়া হবে।”

Related Articles