Sambad Samakal

Ship: হাওড়ার গড়চুমুকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ধাক্কা বিদেশি জাহাজের!

Aug 2, 2023 @ 1:47 pm
Ship: হাওড়ার গড়চুমুকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ধাক্কা বিদেশি জাহাজের!

বুধবার সকালে হাওড়ার গড়চুমুক পর্যটন কেন্দ্রের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে উঠে গেল বিদেশি জাহাজ! প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা যাচ্ছে, এদিন সকালে হলদিয়ার দিক থেকে কলকাতা বন্দরগামী সিঙ্গাপুরের একটি পণ্যবাহী জাহাজ দুর্ঘটনার শিকার হয়। অন্য একটি জাহাজকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ধাক্কা মারে। গড়ুচুমুক পর্যটন কেন্দ্রের কাছে পাড়ের মধ্যে আটকে যায় জাহাজটি। এই ঘটনায় হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও, বিশাল আয়তনের ওই জাহাজটিকে কীভাবে পাড় থেকে সরানো হবে, সেই নিয়েই জল্পনা চলছে।

Related Articles