মণিপুর কাণ্ডে দ্রুত হস্তক্ষেপের দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বুধবার দেখা করলেন বিরোধী জোট ইন্ডিয়ার প্রতিনিধিরা। এদিন সকালে লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে সাংসদদের প্রতিনিধি দল রাষ্ট্রপতি ভবনে পৌঁছয়। প্রতিনিধিদলে ছিলেন তৃণমূল সাংসদ সূদীপ বন্দ্যোপাধ্যা সহ অন্যান্যরা।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে ইন্ডিয়া’র পক্ষ থেকে একটি স্মারকলিপি তুলে দিয়ে দাবি করা হয়, দ্রুত যেন মণিপুরের সমস্যা মেটানোর জন্য পদক্ষেপ করা হয়। এমনকী মণিপুরে নির্যাতিতা দুই মহিলাকে রাষ্ট্রপতি মনোনিত রাজ্যসভার সাংসদ করারও দাবি তোলা হয়। জানা গিয়েছে, ইন্ডিয়ার প্রতিনিধিদের কথা শুনে এই বিষয়ে দ্রুত সরকারের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।