বাংলাদেশের উপকূলীয় এলাকা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হওয়া নিম্নচাপের জেরে মঙ্গলবার থেকেই ঝড়-বৃষ্টির দাপট শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। বুধবারও একইভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বর্ধমান জেলায় হলুদ সতর্কতা রয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর সহ উপকূলীয় এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৭ শতাংশ।