Sambad Samakal

Local Train: প্রবল বৃষ্টির জেরে রেল লাইনের পাশে ধস! বিঘ্নিত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

Aug 2, 2023 @ 10:39 am
Local Train: প্রবল বৃষ্টির জেরে রেল লাইনের পাশে ধস! বিঘ্নিত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

মঙ্গলবার বিকেল থেকে একটানা বৃষ্টির জেরে নাজেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার মানুষ। এই পরিস্থিতিতে রেল লাইনের পাশে ধস নামায় বিঘ্নিত লোকাল ট্রেন পরিষেবা। জানা যাচ্ছে, বুধবার সকালে দেখা যায় শিয়ালদহ ও বিধাননগর স্টেশনের মাঝে কাঁকুড়গাছি রেল কেবিনের কাছে রেললাইনের পাশ থেকে মাটি সরে গিয়েছে।

ফলে সাময়িকভাবকে শিয়ালদহ-নৈহাটি শাখায় ট্রেন চলাচল বন্ধ রেখে মেরামতির কাজ করা হয়। বিকল্প লাইন দিয়ে কয়েকটি লোকাল ট্রেন চালানো হয়। কিন্তু এই সমস্যার জেরে শিয়ালদহ-নৈহাটি শাখায় এদিন সকাল থেকেই অনেকটা দেরিতে চলছে ট্রেন। সপ্তাহের অন্যতম কাজের দিনে অফিস টাইমে তাই চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্য যাত্রীরা। যদিও রেল সূত্রে দাবি, ইতিমধ্যেই ধস জনিত সমস্যা মিটে গিয়েছে। কিন্তু লোকাল ট্রেন কিছুটা দেরিতে চললেও দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।

Related Articles