পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সচিব পদে আসীন হলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। জানা যাচ্ছে, গত ৩১ জুলাই এই বিষয়ে সরকারি নোটিফিকেশন জারি হয়ে গিয়েছে।
যদিও বুধবারই বিষয়টি প্রথম প্রকাশ্যে এল। জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী কলকাতার আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। এবার রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উচ্চতর প্রশাসনিক পদে আসীন হলেন।