তাঁর বিরুদ্ধে ওঠা ফ্ল্যাট দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে এবার মুখ খুললেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। বুধবার বসিরহাটের তৃণমূল সাংসদ বলেন, “আমি দুর্নীতির সঙ্গে আমি জড়িত নই।” পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “চ্যালেঞ্জ করে বলছি, আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে যা বলবেন তাই করব।”
অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন শঙ্কুদেব পণ্ডা। তাঁর অভিযোগ, কো-অপারেটিভ সিস্টেমের মাধ্যমে ফ্ল্যাট কেনার জন্য মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিকে ৫ লক্ষ ৫৫ হাজার করে টাকা দেন তাঁরা। তাঁদের দাবি, ওই সময় ওই কোম্পানির একজন ডিরেক্টর ছিলেন বর্তমান তৃণমূল সাংসদ নুসরত জাহান। এই সংস্থাটি ওড়িশার। প্রতারিতদের অভিযোগ, তাঁদের বলা হয়েছিল পরবর্তী চার বছরের মধ্যে ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে। তবে ২০১৮ সালের পরও ফ্ল্যাট পাননি তাঁরা। এই অভিযোগের পর থেকে নুসরতের সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি। কিন্তু বুধবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সমস্ত অভিযোগের জবাব দেন নুসরত। নিজেকে নির্দোষ দাবি করলেও নির্দিষ্ট অভিযোগের বিষয়ে বিশেষ কিছু বলেননি তিনি। আদালতের বিচারাধীন বিষয় যুক্তিতে এড়িয়ে গিয়েছেন তিনি।