নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন চুপ রাজ্যের বিধায়করা! এই প্রশ্ন তুলে বুধবার সকালে কিড স্ট্রিটে এমএলএ হোস্টেলের বাইরে বিক্ষোভ দেখালেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। এমএলএ হোস্টলের মূল গেট আটকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলে। এরপরে পুলিশ এসে বলপ্রয়োগ করে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সরিয়ে দেয়।
এদিন এমএলএম হোস্টেলের সামনে পুলিশর সঙ্গে কার্যত ধ্বস্তাধস্তি শুরু হয়ে যায় আন্দোলনকারীদের। টেনেহিঁচড়ে মহিলা আন্দোলনকারীদের বাসে তুলে দেওয়া হয়। এই ঘটনায় সাময়িকভাবে তীব্র উত্তেজনা তৈরি হয়। হোস্টেলে থাকা বিজেপি বিধায়করা আন্দোলনকারীদের সমর্থনে স্লোগানও দিতে থাকেন।