Sambad Samakal

TMC: আদালতের আপত্তির জের! কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে অবস্থান-বিক্ষোভের দিন বদল তৃণমূলের

Aug 2, 2023 @ 5:05 pm
TMC: আদালতের আপত্তির জের! কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে অবস্থান-বিক্ষোভের দিন বদল তৃণমূলের

৫ অগাস্ট বিজেপি নেতাদের ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচীতে আপত্তির কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর তারপরেই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে অবস্থান-বিক্ষোভের দিনক্ষণ বদলে ফেলার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। বুধবার রাজ্য বিধানসভা থেকে বেরিয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন, ৫ তারিখের বদলে ৬ আগস্ট রাজ্য জুড়ে অবস্থান-বিক্ষোভ কর্মসূচী পালন করবে তৃণমূল কংগ্রেস।

জানা যাচ্ছে, আগামী ৬ আগস্ট দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে এই কর্মসূচি। এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “রাজনৈতিক দল হিসেবে আমাদের গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আছে। তাই অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, গত ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ মঞ্চ থেকে ৫ আগস্ট কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিজেপি নেতাদের ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও পরে সেই মঞ্চে থেকেই কর্মসূচী খানিক বদলে ব্লকে ব্লকে প্রতীকী অবস্থানের কথা বলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূলের এই কর্মসূচিতে শেষপর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, কলকাতা হাই কোর্টের সেই আপত্তির কথা মাথায় রেখেই দলীয় কর্মসূচির দিনক্ষণ বদলে ফেলল তৃণমূল কংগ্রেস।

Related Articles