শুক্রবার সকালে লরির ধাক্কায় বড়িশা হাইস্কুলের প্রাথমিক বিভাগের ৮ বছরের পড়ুয়ার মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা এলাকা। আর এই পরিস্থিতিতেই প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বড়িশা হাইস্কুলের প্রধান শিক্ষক।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান শিক্ষক বলেন, “পুলিশকে আমরা বারবার এখানে ট্রাফিক কর্মী মোতায়েন করার অনুরোধ করেছি, কিন্তু তা করা হয়নি। আশেপাশের সমস্ত বেসরকারি স্কুলের সামনে ট্রাফিক থাকে, কিন্তু এখানে থাকে না। দুর্ঘটনার পরে মৃত পড়ুয়ার বাবা গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলেও পুলিশ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেনি। আমরা পাঠিয়েছি। স্কুলে বাচ্চারা আছে, তারমধ্যেই কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়েছে। ঘাতক লরিটিকে পর্যন্ত পুলিশ প্রথমে আটকায়নি, তারপরেই অভিভাবকরা উত্তেজিত হয়ে রাস্তা আটকেছিল।”