গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার সকালে হাসপাতাল সূত্রে খবর, আগের তুলনায় এখন তিনি অনেকটাই ভালো আছেন। ফুসফুসে সংক্রমণের মাত্রা কমেছে। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা কমেছে।
জানা যাচ্ছে, আপাতত খুব কম সময়ের জন্য বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হচ্ছে বুদ্ধবাবুকে। রাইলস টিউবের সাহায্য ছাড়াই, মুখ দিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। চিকিৎসকদের মতে, বুদ্ধবাবুর সুস্থতার মাত্রা অনেকটাই সন্তোষজনক। আর দিন কয়েকের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া নিয়ে চিন্তাভাবনা করা হবে।