Sambad Samakal

Mamata: বেহালা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! রিপোর্ট তলব নবান্নের, কী দাবি পুলিশ কমিশনারের?

Aug 4, 2023 @ 1:35 pm
Mamata: বেহালা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! রিপোর্ট তলব নবান্নের, কী দাবি পুলিশ কমিশনারের?

বেহালায় বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয়েছে বড়িশা স্কুলের পড়ুয়া ৮ বছরের সৌরনীল সরকারের। এরপরেই জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল বেহালা। আর এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যসচিব ও কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। কেন এই ধরনের ঘটনা ঘটল, তার জবাব চান। দোষীকে কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দেন।

নবান্ন সূত্রে খবর, এরপরেই বেহালা কাণ্ডে কলকাতা পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। পুলিশি গাফিলতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে। অন্যদিকে, বেলায় বেহালার ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ঘটনার সময়ে স্কুলের সামনে ট্রাফিক পুলিশ মোতায়েন ছিল। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles