জেরার সময়ে ইডির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়ার অভিযোগ আগেই তুলেছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ। এবার সুপ্রিমকোর্টে সেই মামলায় কিছুটা স্বস্তি পেলেন তিনি। এদিন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দিয়েছে, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে চাইলে অভিযোগ জানাতে পারেন কুন্তল।
সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট গোটা বিষয়টি খতিয়ে দেখবেন। এছাড়াও কুন্তল ঘোষের ওপরে কলকাতা হাইকোর্ট যে ২৫ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছিল, সেই বিষয়েও স্থগিতাদেশ জারি করা হয়েছে।