Sambad Samakal

Mamata: সুপ্রিমকোর্টে বড় জয় রাহুল গান্ধীর, আরও শক্তিশালী ‘ইন্ডিয়া’! কী বার্তা মমতা?

Aug 4, 2023 @ 5:59 pm
Mamata: সুপ্রিমকোর্টে বড় জয় রাহুল গান্ধীর, আরও শক্তিশালী ‘ইন্ডিয়া’! কী বার্তা মমতা?

মোদি পদবি সংক্রান্ত মানহানি মামলায় শুক্রবার সুপ্রিমকোর্টে বড়সড় স্বস্তি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গুজরাট হাইকোর্টের রায়ে।স্থগিতাদেশ জারি হওয়ায়, নিজের সাংসদ পদ ফিরে পেতে পারেন তিনি। আর রাহুলের এই জয়ে ‘ইন্ডিয়া’ জোট আরও শক্তিশালী হল বলে টুইটে উচ্ছ্বাস প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন টুইটে তিনি লেখেন, “রাহুল গান্ধীর সাংসদ পদ সংক্রান্ত খবরে আমি খুশি। ইন্ডিয়া জোট আরও শক্তিশালী হল ঐক্যবদ্ধভাবে দেশমাতৃকার জন্য লড়াই করার জন্য। এটা বিচারব্যবস্থার জয়।”

Related Articles