Sambad Samakal

Rahul Gandhi: মানহানি মামলার নির্দেশে স্থগিতাদেশ! সাংসদ পদ ফেরত পাবেন রাহুল গান্ধী?

Aug 4, 2023 @ 2:46 pm
Rahul Gandhi: মানহানি মামলার নির্দেশে স্থগিতাদেশ! সাংসদ পদ ফেরত পাবেন রাহুল গান্ধী?

মানহানি মামলায় অবশেষে দেশের সর্বোচ্চ আদালতে স্বস্তি পেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শুক্রবার মোদি পদবি মানহানি মামলায় নিম্ন আদালত ও গুজরাট হাইকোর্টের রায়ের ওপরে স্থগিতাদেশ জারি করল সুপ্রিমকোর্ট। এদিন বিচারপতিরা নিজেদের পর্যবেক্ষণে জানিয়েছেন, কেন রাহুল গান্ধীকে সর্বোচ্চ ২ বছরের সাজা দেওয়া হল, তার কোনও ব্যাখ্যা নেই নির্দেশনামায়।

প্রসঙ্গত, মানহানি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২ বছরের জন্য সাজাপ্রাপ্ত হওয়ার পরেই সাংসদ পদ খারিজ হয়ে যায় রাহুল গান্ধীর। এবার সেই নির্দেশে স্থগিতাদেশ জারি হওয়ার পরে সাংসদ পদ কি ফেরত পাবেন তিনি? শুরু হয়েছে জোর জল্পনা। সুপ্রিমকোর্টের রায় প্রকাশ্যে আসার পরে টুইটারে কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়েছে “ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার জয় হয়েছে।”

Related Articles