Sambad Samakal

Suvendu: খারিজ কলকাতা হাইকোর্টের নির্দেশ! শুভেন্দুর রক্ষাকবচ মামলায় কী নির্দেশ সুপ্রিমকোর্টের?

Aug 4, 2023 @ 2:07 pm
Suvendu: খারিজ কলকাতা হাইকোর্টের নির্দেশ! শুভেন্দুর রক্ষাকবচ মামলায় কী নির্দেশ সুপ্রিমকোর্টের?

সুপ্রিমকোর্টে রক্ষাকবচ মামলায় শুক্রবার বড়সড় স্বস্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত ২০ জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ভোট হিংসায় উস্কানির জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারবে পুলিশ। তবে গ্রেফতারির মত কড়া পদক্ষেপ করতে পারবেনা।

এদিন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ সেই নির্দেশকে খারিজ করে দিল। সুপ্রিমকোর্ট জানিয়ে দিয়েছে, শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ আপাতত বহাল থাকবে। এই বিষয়ে কলকাতা হাইকোর্ট কোনও পদক্ষেপ নিলে অবশ্যই শুভেন্দু অধিকারীর কথা বলার সুযোগ দিতে হবে।

Related Articles