আপাতত অনেকটাই স্থিতিশীল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। জানিয়েছেন চিকিৎসকরা। এমনকী, বুদ্ধবাবুর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হওয়ায় এবার তাঁকে ছুটি দিয়ে বাড়ি পাঠানোর চিন্তাভাবনাও শুরু করেছে উডল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। তবে শনিবারই তাঁকে ছেড়ে দেওয়া হবে, নাকি আরো দু’-একটা দিন হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হবে, সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি দুপুরে প্রতিবেদন লেখা পর্যন্ত। হাসপাতাল সূত্রে খবর, এদিনই বুদ্ধবাবুর জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের বৈঠকে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।
শনিবার সকালে চিকিৎসকরা জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ক্যাথিটর খুলে দেওয়া হয়েছে। আ্যান্টি বায়োটিকের কোর্সও শেষ হচ্ছে এদিন। তবে শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বের করতে এখনও পর্যন্ত চার ঘণ্টা অন্তর তাঁকে বাইপ্যাপ দেওয়া হচ্ছে। নন-ইনভেসিভ ভেন্টিলেটরে রাখা হয়েছে তাঁকে।
উল্লেখ্য, তীব্র শ্বাসকষ্ট ও ফুসফুসের সংক্রমণ নিয়ে গত শনিবার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। সেসময় প্রায় অচেতন ছিলেন তিনি। রক্তে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল অস্বাভাবিক হারে। কিন্তু হাসপাতালে থাকা বরাবরই না-পসন্দ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। একটু সুস্থ হতেই তাই বাড়ি ফেরার বায়না শুরু করেছেন। তবে তিনি যতই বায়না করুন, তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।