Sambad Samakal

TMC: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভে তৃণমূল

Aug 6, 2023 @ 7:41 pm
TMC: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভে তৃণমূল

২১ জুলাইয়ের মঞ্চ থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে গৃহীত হয়েছিল কর্মসূচি। কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে দিন ও শিরোনাম বদলে সেই কর্মসূচির বাস্তবায়ন হল রবিবার। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এদিন রাজ্যজুড়ে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, প্রতিবাদে রাজ্যের প্রায় প্রতিটি ব্লকেই ঘাসফুল শিবিরের কাউন্সিলর, বিধায়ক, মন্ত্রীরা হাজির ছিলেন দলীয় এই কর্মসূচিতে। ১০০ দিনের কাজের টাকা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা আদায়ের দাবি আরও জোরদার হল এই অবস্থান বিক্ষোভ থেকে।

এদিন সকালে বালুরঘাটে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাড়ির অদূরেই দীর্ঘক্ষণ অবস্থান-বিক্ষোভ চালান তৃণমূল কর্মীরা। শিলিগুড়িতে মন্ত্রী গৌতম দেব, কলকাতার চেতলা ও বন্দর এলাকায় মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বাগবাজারে মন্ত্রী শশী পাঁজা, উল্টোডাঙায় দলীয় মুখপাত্র কুণাল ঘোষ, বরানগরে বিধায়ক তাপস রায়, রাসবিহারীতে সাংসদ মালা রায়ের নেতৃত্বে বিক্ষোভ-অবস্থান সংগঠিত হয়।

রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের এই অবস্থান-বিক্ষোভ কর্মসূচিকে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, “চোরেরা ধরনায় বসেছে। চিন্তা নেই, মানুষ সব দেখছেন।” পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের হুঁশিয়ারি, “দিল্লি থেকে হকের টাকা ছিনিয়ে আনবেই তৃণমূল।”

Related Articles