রাজ্যে পঞ্চায়েত ভোট মিটে গেলেও লাগাতার বিভিন্ন জেলায় পুকুর থেকে উদ্ধার হচ্ছে সিলবন্দি ব্যালট বাক্স। এবার এই ঘটনার নেপথ্যে বিরোধীদের চক্রান্তের অভিযোগে সরব হলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বনমন্ত্রীর অভিযোগ, সিপিএম-কংগ্রেস-বিজেপি ব্যালট বাক্সের মতোই দেখতে ‘নকল’ টিনের বাক্স তৈরি করেছে। তাতে ‘নকল’ ব্যালট পেপার ভরে পুকুরের জলে ফেলে পুলিশকে ডেকে আনছে। যাতে তৃণমূল কংগ্রেসের বদনাম করা যায়।
জ্যেতিপ্রিয় মল্লিকের এই মন্তব্যের পরেই তুমুল সোরগোল পড়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। যদিও পাল্টা সিপিএম-বিজেপি-কংগ্রেসের দাবি, বিরোধীরা যদি এতদিন ধরে চক্রান্ত করে এই কাণ্ড ঘটায়, তাহলে পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? কেন এই বিষয়ে এতদিন চুপ ছিল শাসক দল?