বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বাধ্যতামূলক হচ্ছে বাংলা ভাষা পড়ানো! সোমবার এবিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। এছাড়াও বেসরকারি স্কুলগুলো সম্পর্কে যে কোনও অভিযোগের নিষ্পত্তি করার জন্য শিক্ষা কমিশন তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, এদিন রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, যে সমস্ত বেসরকারি স্কুলে প্রথম ভাষা হিসেবে ইংরেজি পড়ানো হয়, সেখানে দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা বাধ্যতমূলকভাবে পড়াতেই হবে। তৃতীয় ভাষা হিসেবে হিন্দি, উর্দু বা সাঁওতালি ভাষা পড়ানো যেতে পারে। প্রসঙ্গত, এতদিন দেখা যেত বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে দ্বিতীয় ভাষা হিসবে বাংলার বদলে হিন্দি পড়ানো হচ্ছিল।
এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেসরকারি স্কুলের লাগামছাড়া ফি, শিক্ষকদের যখন-তখন বসিয়ে দেওয়া সহ যে কোনও অভিযোগ জানাতে শিক্ষা কমিশন গঠন করা হবে। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এই কমিশনের শীর্ষ পদে আসীন থাকবেন।