মানহানি সংক্রান্ত মামলায় সুপ্রিমকোর্টে স্বস্তি পেয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর তারপরেই সোমবার তাঁর সাংসদ পদ ফিরিয়ে দিল লোকসভার সচিবালয়। এদিন সকালেই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়, সাংসদ পদ ফিরে পাওয়ায় ফের লোকসভায় উপস্থিত হতে পারবেন ওয়াইনাড়ের সাংসদ রাহুল গান্ধী।
আর এই খবর প্রকাশ্যে আসতেই কার্যত উচ্ছ্বসিত ইন্ডিয়া শিবির। লোকসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মিষ্টিমুখ করান। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন। প্রসঙ্গত, মঙ্গলবারই মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসতে চলেছে লোকসভায়। সাংসদ পদ ফিরে পাওয়ায় সেখানে উপস্থিত থাকতে পারেন রাহুল গান্ধী। যা বিরোধীদের ঐক্যবদ্ধ লড়াইকে আরও শক্তিশালী করবে বলেই মত রাজনৈতিক মহলের।