আগামী ৯ ও ১০ আগস্ট রাজ্যজুড়ে পঞ্চায়েতে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হবে। আর তারআগেই অশান্তির আশঙ্কায় ফের ভাঙড়ে জারি করা হল ১৪৪ ধারা! জানা যাচ্ছে, মঙ্গলবার ভোর ৬টা থেকে এই ১৪৪ ধারা বলবৎ করা হয়েছে কাশীপুর থানার পক্ষ থেকে।
বারুইপুর মহকুমা প্রশাসনের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী রবিবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। মূলত ভাঙড় ২ নম্বর ব্লকের পোলেরহাট, ভোগালি সহ ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ১৪৪ ধারা জারি হয়েছে। বোর্ড গঠনের প্রক্রিয়ার সময়ে যাতে কোনও ধরনের অশান্তির ঘটনা না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে বাড়ানো হচ্ছে পুলিশকর্মীদের সংখ্যাও।