অনেকটাই সুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবার সকালে হাসপাতাল সূত্রে খবর, ধীরে ধীরে বুদ্ধবাবুকে হাঁটাচলা করানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়াও রাইলস টিউবের বদলে মুখ দিয়েই খাবার খাওয়ানোরও চেষ্টা চলছে।
জানা যাচ্ছে, বুদ্ধবাবুর সমস্ত শারীরিক পরীক্ষার রিপোর্টই সন্তোষজনক। ফুসফুসে সংক্রমণের মাত্রা কমে গিয়েছে। ক্রিয়েটিনিন সহ রক্তের অন্যান্য প্যারামিটারও মোটের ওপর স্বাভাবিক। এমনই পরিস্থিতি বজায় থাকলে আগামীকাল অর্থাৎ বুধবার বুদ্ধবাবুকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে। তবে আপাতত বাড়িতে চব্বিশ ঘণ্টার নার্স সহ হোমকেয়ার টিম থাকবে বলো জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।