বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনায় অভিযোগে লাগাতার আন্দোলন সংগঠিত করে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার তারই সুফল মিলল! চাপের মুখে বাংলার পঞ্চায়েতের জন্য কয়েক’শো কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় গ্রামন্নোয়ন মন্ত্রক। জানা যাচ্ছে, আগামী ১০ দিনের মধ্যেই প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা পেতে চলেছে রাজ্য। গ্রামীণ এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জল ও নিকাশীর কাজে ওই টাকা খরচ হবে বলে খবর।
মঙ্গলবার দিল্লি থেকে রাজ্যের পঞ্চায়েত দফতরে পাঠানো চিঠিতে বলা হয়েছে, দিন দশেকের মধ্যেই টাকা চলে আসবে। উল্লেখ করা হয়েছে, নভেম্বরের মধ্যে প্রাপ্য টাকার ৭৫ শতাংশ খরচ করা হলে বাকি আরও টাকা পাঠানো হবে।
এপ্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “না আঁচালে বিশ্বাস নেই। এই সরকার তো সবই বন্ধ করে দিয়েছে। যদি এই ১৬০০ কোটি টাকা দেয়, তবে তা পঞ্চদশ অর্থ কমিশনেরই হবে। বাংলার গ্রামীণ এলাকার মানুষের উন্নয়নের জন্য ওই অর্থ খরচ করা হবে।”