মঙ্গলবার সকাল থেকেই অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার আগেই তুমুল হট্টগোল রাজ্যসভার অধিবেশনে। আর এরমধ্যেই অসংসদীয় আচরণের জন্য সাসপেন্ড হলেন রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক’ও ব্রায়েন।
এদিন সকাল থেকেই মণিপুর ইস্যুতে সরগরম ছিল রাজ্যসভা। প্রধানমন্ত্রী মোদির বিবৃতির দাবিতে রাজ্যসভার ভেতরেই সরব হয়েছিলেন বিরোধী দলের সাংসদরা। এরপরেই রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় গোটা বাদল অধিবেশন থেকে ডেরেক’ও ব্রায়েনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা করেন।