Sambad Samakal

IND vs PAK: নবরাত্রির জন্য সূচি বদল, কবে হবে ভারত-পাক ক্রিকেট ম্যাচ?

Aug 9, 2023 @ 7:26 pm
IND vs PAK: নবরাত্রির জন্য সূচি বদল, কবে হবে ভারত-পাক ক্রিকেট ম্যাচ?

জল্পনা চলছিলই। দাবি ছিল, ক্রিকেট বিশ্বকাপের ভারত- পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ ১৫ অক্টোবর এর পরিবর্তে অন্য কোনও দিন ধার্য করা হোক। কারণ, ওইদিন নবরাত্রি। আর গুজরাটে খুব ধুমধামের সঙ্গে এই নবরাত্রি পালিত হয়। সেক্ষেত্রে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৫ অক্টোবর এই ম্যাচ হলে গুজরাট পুলিশের পক্ষে যথেষ্ট নিরাপত্তা দেওয়া সম্ভব নাও হতে পারে বলে আশঙ্কা ছিল। অবশেষে ম্যাচের দিন বদলের সিদ্ধান্ত নিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। বুধবার আইসিসি জানিয়ে দিল, ১৫ অক্টোবর নয়, সূচি বদলে ক্রিকেট বিশ্বকাপের ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ হবে একদিন আগে, ১৪ অক্টোবর।

ভারত-পাক ম্যাচের সূচি বদলের পাশাপাশি বদলে গিয়েছে ইডেনের একটি ম্যাচের তারিখও। ইডেন গার্ডেন্সে ১২ নভেম্বর পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে ম্যাচও একদিন ১১ নভেম্বর এগিয়ে নিয়ে আসা হল। কারণ সেইসময় কালীপুজো রয়েছে, সেখানেও পুলিশ পাওয়া নিয়ে সমস্যা ছিল। আর এই দুই ম্যাচের সূচি বদলের জেরেই গ্রুপ পর্বের আরও সাতটি ম্যাচের দিনও বদল করতে হয়েছে। আইসিসি সূত্রে খবর, ভারত ও নেদারল্যান্ডস ম্যাচের দিন বদলে ১১ নভেম্বরের পরিবর্তে করা হয়েছে ১২ নভেম্বর। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সেই ম্যাচ হবে।

Related Articles