বেসরকারি হাসপাতালে হবে কালীঘাটের কাকু’র চিকিৎসা! আপত্তি নেই তাদের, বুধবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়ে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর তারপরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর রায় জানিয়ে দিলেন, বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করতে পারবেন সুজয়কৃষ্ণ ভদ্র।
জানা যাচ্ছে, আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা। এসএসকেএম ও জোকা ইএসআই হাসপাতালের রিপোর্ট অনুযায়ী অবিলম্বে অস্ত্রোপচারের প্রয়োজন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। তবে বেসরকারি হাসপাতালে চিকিৎসার সময় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।