বুধবার সকালে আচমকাই লেকগার্ডেন্সে ভেঙে পড়েছিল একটি পুরনো বিপজ্জনক বাড়ির অংশ বিশেষ। অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন একজন গাড়ির চালক। আর তারপরেই স্থানীয় ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাসের তৎপরতায় কালক্ষেপ না করে বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের নির্দেশে বিকেলেই শুরু হল বাড়িটির বিপজ্জনক অংশ ভেঙে ফেলার কাজ।
এদিন সন্ধেয় ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস জানান, “কলকাতার মেয়র তথা বিল্ডিং বিভাগের মেয়র পারিষদ ফিরহাদ হাকিমকে গোটা ঘটনা জানানো হয়েছিল। তারপরে বিকেল থেকেই বাড়িটির বিপজ্জনক অংশ ভাঙার কাজ শুরু হয়েছে। এলাকার মানুষের সুরক্ষা আমাদের কাছে সবার আগে।”

প্রসঙ্গত, আংশিকভাবে ভেঙে পড়া বাড়িটির মালিক বর্তমানে বিদেশে থাকেন। বেশ কিছুদিন আগেই বাড়িটিকে বিপজ্জনক বলে ঘোষণা করে নোটিসও দিয়েছিল পুরসভা। কিন্তু তা সত্ত্বেও কোনও সদর্থক পদক্ষেপ নেননি বাড়ির মালিক।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে লেকগার্ডেন্সের ওই বিপজ্জনক বাড়িটির একাংশ ভেঙে পড়ে একটি দাঁড়িয়ে থাকা গাড়ির ওপরে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব চালক অসুস্থ বোধ করায় তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশেই একটি স্কুল থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কাউন্সিলর মৌসুমী দাস৷ সেই সময়েই বিপজ্জনক বাড়িটি ভেঙে ফেলার বিষয়ে সরব হয়েছিলেন তিনি।
