বুধবার আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল অনুষ্ঠান মঞ্চে বক্তৃতা করার আগেই আদিবাসী ধামসা-মাদলের ছন্দে পা মেলালেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদিবাসী রীতিতে শাড়ি পরিয়ে দেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। এরপরেই উপস্থিত আদিবাসী রমণীদের সঙ্গে হাত ধরে ছন্দের তালে মেতে ওঠেন তিনি। সেই সময়েই আদিবাসী মহিলাদের সঙ্গে কুশল বিনিময়ও করেন মুখ্যমন্ত্রী। সবমিলিয়ে ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে ফের ভিন্ন স্বাদে ধরা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।