শিয়রে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। আর তারআগেই আচমকা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুম। জানা যাচ্ছে, বুধবার গভীর রাতে ইডেনে ড্রেসিংরুমে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।
বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। জানা যাচ্ছে, বিশ্বকাপের প্রস্তুতিতে ওই ড্রেসিংরুমেই পরিকাঠামো উন্নয়নের কাজ চলছিল। দমকলের প্রাথমিক অনুমান এসি মেশিনের সর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর জেরে বিশ্বকাপের প্রস্তুতি বেশ কিছুটা ধাক্কা খেল বলেই মত ইডেন কর্তৃপক্ষের।