বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুন্ডুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। দ্রুত বিচারবিভাগীয় তদন্তের দাবিতে অবস্থান-আন্দোলনে বসেছেন পড়ুয়ারা। সন্ধে ৭টার পরে ক্যাম্পাসে এসে পৌঁছেছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস।
মৃত পড়ুয়া স্বপ্নদীপ কুন্ডুর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সিভি আনন্দ বোস। পুলিশ সূত্রে খবর, মৃত পড়ুয়ার ময়নাতদন্তের রিপোর্টে ওপর থেকে পড় গিয়ে মৃত্যুর প্রমাণ পাওয়া গিয়েছে। শরীরের একাধিক হাড় ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। হোস্টেলের পড়ুয়াদের জেরা করে গোটা পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা চালাচ্ছে যাদবপুর থানার পুলিশ।