প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে ৫ লক্ষ টাকা জরিমানা ও সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সেই রায়ই খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
এদিন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আপাতত ইডি মানিক ভট্টাচার্যের কোনও সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবেনা। সঙ্গেই ৫ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে না তাকে। ফলে আপাতত সাময়িক স্বস্তি পেলেন ইডির হাতে ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য।