Sambad Samakal

Modi: অনাস্থা প্রস্তাবে বাড়বে জয়ের ব্যবধান! সংসদে হুঙ্কার মোদির

Aug 10, 2023 @ 5:54 pm
Modi: অনাস্থা প্রস্তাবে বাড়বে জয়ের ব্যবধান! সংসদে হুঙ্কার মোদির

বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের বিপক্ষে বলতে গিয়ে অলআউট মোদি! বৃহস্পতিবার বিকেলে সংসদে বলতে উঠে, অনাস্থা প্রস্তাবকে ঈশ্বরের আশীর্বাদের সঙ্গে তুলনা করলেন প্রধানমন্ত্রী।

এদিন বিরোধীদের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, “বিরোধীদের আনা এই অনাস্থা প্রস্তাব আমাদের কাছে সৌভাগ্যের। আমি দেখতে পাচ্ছি আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মানুষের আশীর্বাদে ২০২৪ সালে এনডিএ ও বিজেপিই দুর্দান্ত জয় পাবে। আগের সব রেকর্ড ভেঙে যাবে। ২০১৮ সালেও বিরোধীরা এমন অনাস্থা প্রস্তাব এনেছিল। ২০১৯ সালের নির্বাচনের ফলাফলে আগের থেকেও বেশি আসনে জিতেছিল এনডিএ। ২০২৪-এর নির্বাচনেও তাই হবে।”

তাঁর আরও দাবি, “আম জনতার উন্নয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু বিরোধীরা সেসব বাদ দিয়ে রাজনীতি করতেই বেশি আগ্রহী। মানুষের খিদের থেকে ওদের কাছে ক্ষমতার খিদে অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

Related Articles