প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে শিক্ষকদের তলব করল সিবিআই! জানা যাচ্ছে,বৃহস্পতিবারই কোচবিহারের ২৩ জন শিক্ষককে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। সেই মতো অনেকেই চলে এসেছেন সিবিআই দফতরে।
সিবিআই সূত্রে খবর, অর্থের বিনিময়ে বিভিন্ন জেলায় নিয়োগ পাওয়া অযোগ্য শিক্ষকদের ধাপে ধাপে তলব করা হচ্ছে। কীভাবে, কাদের টাকা দিয়ে তারা চাকরি পেয়েছেন, সেই সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। শিক্ষকদের মার্কশিট, নিয়োগপত্র, টেট পাশের শংসাপত্র সহ যাবতীয় নথি ও প্রমাণ নিয়ে আসতে বলা হয়েছিল।