“ঔপনিবেশিক” ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি বদলে এবার নতুন আইন আনার পথে মোদি সরকার। শুক্রবার লোকসভায় এমন প্রস্তাব রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে বিলুপ্ত হতে চলেছে কোড অফ ক্রিমিন্যাল প্রসিডিউর বা সিআরপিসি, এবং ভারতীয় সাক্ষ্য আইন বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। ব্রিটিশ আমলের সওয়াব আইনের পরিবর্তে তিনটি নতুন আইন আনার লক্ষ্যে শুক্রবার লোকসভায় তিনটি বিল আনলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিন লোকসভায় পেশ হাওয়া বিল অনুযায়ী, ১৮৬০ সালের ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি এবার হতে চলেছে ভারতীয় ন্যায় সংহিতা। সিআরপিসি বদলে গিয়ে হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এবং এভিডেন্স অ্যাক্ট বদলে হবে ভারতীয় সাক্ষ্য আইন। তবে এদিন বিলগুলি লোকসভায় পেশ হলেও পাশ হয়নি। পর্যালোচনার জন্য তিনটি বিলই স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ব্রিটিশ আমলে ইংরেজদের দাসত্বের প্রতীক ছিল এই আইপিসি এবং সিআরপিসি। আমাদের আমলে এই ব্রিটিশ আইন চলবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, “ব্রিটিশ আমলে এই আইপিসি ছিল ভারতীয়দের শাস্তি দেওয়ার আইন। শাস্তি দেওয়াই ছিল এই আইনের মূল উদ্দেশ্য। ন্যায় প্রতিষ্ঠা করা নয়। আমরা যে নতুন আইন আনব, সেটার মূল উদ্দেশ্য হবে ন্যায় প্রতিষ্ঠা করা।”