প্রথম বর্ষের বাংলা বিভাগের পড়ুয়া স্বপ্নদীপ কুন্ডুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। র্যাগিংয়ের অভিযোগে প্রথম থেকেই সরব হয়েছিলেন স্বপ্নদীপের পরিবারের সদস্যরা। শুক্রবার এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যাদবপুর থানার পুলিশের হাতে আটক হল বিশ্ববিদ্যালয়েরই এক প্রাক্তন পড়ুয়া।
পুলিশ সূত্রে খবর, ধৃত পড়ুয়ার নাম সৌরভ চৌধুরী। স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুন্ডুর দায়ের কড়া এফআইআরে নাম ছিল ওই প্রাক্তন পড়ুয়ার। জিজ্ঞাসাবাদের জন্য এদিন তাকে থানায় আনা হয়। দীর্ঘ জেরার পরে সন্দেহজনক আচরণের জেরে সৌরভ চৌধুরী নামের ওই প্রাক্তন পড়ুয়াকে আটক করল পুলিশ।