Sambad Samakal

JU Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুতে দায়ের খুনের অভিযোগ, বৈঠকে অ্যান্টি ব়্যাগিং স্কোয়াড

Aug 11, 2023 @ 12:46 pm
JU Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুতে দায়ের খুনের অভিযোগ, বৈঠকে অ্যান্টি ব়্যাগিং স্কোয়াড

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় এবার থানায় দায়ের হল খুনের অভিযোগ। মৃত ছাত্র স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডু খুনের অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় হোস্টেল জড়িয়ে রয়েছে বলে দাবি তাঁর।

প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কীভাবে পড়ে গেল, কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। বৃহস্পতিবার রাতেই এবিষয়ে যাদবপুরের ১০ থেকে ১৫ ছাত্রকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। চাত্রমৃত্যু নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্ট তলব করেছে ইউজিসি।আজ, শুক্রবার বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি ব়্যাগিং স্কোয়াড।

বৃহস্পতিবার রাতেই স্বপ্নদীপের বাবাকে ফোন করে পর্যাপ্ত তদন্তের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ দোষী প্রমাণিত হলে তাঁকে শাস্তি দেওয়ার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, বাংলা বিভাগের অধ্যাপকদের জরুরি তলব করেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Related Articles