প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিমকোর্ট। শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, প্রাথমিক শিক্ষকের পদের জন্য শুধুমাত্র ডিএল.এড বা ডি.এড প্রশিক্ষিতরাই অংশ নিতে পারবেন। বিএড প্রশিক্ষিতরা এক্ষেত্রে আবেদন করতে পারবেন না।
তবে উচ্চপ্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তরের জন্য আবেদন করতে পারবেন বিএড প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা। সুপ্রিমকোর্টের এই নির্দেশের জেরে কার্যত বড়সড় বিপাকে পড়লেন বিএড পাশ চাকরিপ্রার্থীরা৷ প্রসঙ্গত, এরআগে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বিএড প্রশিক্ষিতরাও। এদিন সেই নির্দেশই খারিজ করে দিল সুপ্রিমকোর্ট।