বাংলার পঞ্চায়েত নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ প্রসঙ্গে সুপ্রিমকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়ল জাতীয় মানবাধিকার কমিশন। শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত নিজেদের পর্যবেক্ষণে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, এই ধরনের পদক্ষেপ সম্পূর্ণ ‘এক্তিয়ার বহির্ভূত’।
এদিন সুপ্রিমকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, একটি রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে এইভাবে পর্যবেক্ষক কোনও ভাবেই নিয়োগ করতে পারেনা জাতীয় মানবাধিকার কমিশন। তারা যেন নিজেদের ‘সুপারবডি’ হিসেবে না দেখে। প্রসঙ্গত, পঞ্চায়েতে পর্যবেক্ষক নিয়োগ প্রসঙ্গে এরআগেও কলকাতা হাইকোর্টে ভর্ৎসনার মুখোমুখি হতে হয়েছিল মানবাধিকার কমিশনকে।