বজবজ জোড়া খুন কাণ্ডে চাঞ্চল্য গোটা এলাকায়! জানা যাচ্ছে, শুক্রবার গভীর রাতে বজবজের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহাদেব পুরকাইত ও তাঁর সঙ্গী গণেশ নস্করকে পিটিয়ে, গলার নলি কেটে খুন করে একদল দুষ্কৃতি। ব্যবসায়ীক শত্রুতা নাকি অন্য কোনও কারণে এই খুন, তদন্তে নেমে ইতিমধ্যেই ৫ জনকে আটক করেছে পুলিশ।
মৃতদের পরিবারের দাবি, তৃণমূল কংগ্রেসের স্থানীয় ওয়ার্ড সভাপতি অসীম বৈদ্য এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তার খোঁজে বিভিন্ন যায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাতেই থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।